নিবন্ধন অফিসের কার্যক্রম পরিচালিত হয় মূলত মাটি ও মানুষকে ঘিরে । সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নন্দীগ্রাম, বগুড়ায় নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১৯৭১ সালে । আর ১৯৮৭ খ্রিস্টাব্দ হইতে রেজিস্টার বহির বালাম অত্র কার্যালয়ে সংরক্ষিত আছে । সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে জনসাধারণকে ন্যূনতম সময়ের মধ্যে উন্নত ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে অত্র কার্যালয় নিবন্ধন সম্পর্কিত সব তথ্য, সেবার তালিকা ও নিবন্ধন সংশ্লিষ্ট সব খরচের হিসাব জাতীয় তথ্য বাতায়ন সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নন্দীগ্রাম, বগুড়ার ওয়েবসাইটে (sr.nondigram.bogra.gov.bd) আপলোড করেছে । এছাড়া এসব তথ্য অত্র কার্যালয়ের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে । উপর্যুক্ত তথ্য এখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা আপামর জনসাধারণ দলিলের প্রকৃতি অনুযায়ী নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যকরণ ও এতদসংশ্লিষ্ট সব খরচের হিসাব নিজেই করিতে পারিবেন । এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অত্র কার্যালয়ের নামে একটি আইডি খোলা হয়েছে । এখানে আপামর জনসাধারণ নিবন্ধন সম্পর্কে তাদের মতামত ও অভিযোগ সহজেই জানাতে পারবেন এবং নিবন্ধন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস