Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নকলনবীশগণের কর্মদক্ষতা বৃদ্ধি ও কাজের মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপি কর্মশালা

সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নন্দীগ্রাম, বগুড়ায় কর্মরত নকলনবীশগণের কর্মদক্ষতা ও কাজের মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় । উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম, সাব-রেজিস্ট্রার, কাহালু, বগুড়া, প্রশিক্ষণ সমন্বয়ক: জনাব নাঈমা সিদ্দিকা, সাব-রেজিস্ট্রার, নন্দীগ্রাম, বগুড়া । শতভাগ উপস্থিতির মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয় । উক্ত প্রশিক্ষণে আলোচ্য বিষয়বস্তু সমূহ: *রেজিষ্ট্রেশন, প্রশিক্ষণপূর্ব মূল্যায়ন,*নকলনবীশগণের ডায়েরী, বালাম ও দলিলের অবিকল কপি প্রস্তুতকরণ, নকলের বিল প্রস্তুতকরণ, নকলনবীশগণের দায়িত্ব ও কর্তব্য, নৈতিকতা, আচরণবিধি, এস.এ.টি অ্যাক্ট ১৯৫০ এর আলোকে এস.এ.টি অ্যাক্ট মোহরারের দায়িত্ব ও কর্তব্য এবং নকলনবীশগণের এসিআর বিষয়ক আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।